Khoborerchokh logo

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি ও গাজীপুর মেডিকেল সোসাইটির মেডিক্যাল ক্যাম্প 104 0

Khoborerchokh logo

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি ও গাজীপুর মেডিকেল সোসাইটির মেডিক্যাল ক্যাম্প

শেখ রাজীব হাসান:
 গাজীপুরে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি ও গাজীপুর মেডিকেল সোসাইটির উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে। ৩০শে মার্চ টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁ পাড়া বিদ্যানিকেতনে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি মোঃ ইউসুফ খান মাষ্টারের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান উদ্ভোধন করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম। মেডিকেল কেম্পে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা, মোঃ আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম, এ হায়দার সরকার। 
মেডিকেল ক্যাম্প উদ্ভোধন অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন,স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে টঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি ও গাজীপুর মেডিকেল সোসাইটির উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে যে কার্যক্রম চালু করেছে তা প্রকৃতপক্ষ্যে প্রশংসনীয়। এই ক্যাম্পেইন থানা এলাকার গরীব, অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় বিরল ভুমিকা রাখবে। এমন সুন্দর আয়োজনে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com